ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে দুর্ঘটনায় নিহত ৩, গৃহবধূর আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
রাজধানীতে দুর্ঘটনায় নিহত ৩, গৃহবধূর আত্মহত্যা

ঢাকা: রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যাক্তি (৫০)  এবং মগবাজারে এলাকায় ট্রেনের ধাক্কায় দুই জনের মৃত্যু হয়েছে। এদিকে ওয়ারী নারিন্দায় গলায় ফাঁস দিয়ে অর্থি দাস (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

বিমানবন্দর থানার উপ পরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, রোববার (২ সেপ্টেম্বর) ভোরে বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কোনো এক যানবাহনের চাপায় ঘটনাস্থলেই মারা যান অজ্ঞাতনামা ওই ব্যাক্তি। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।

নিহত ব্যক্তির পরনে ছিল সবুজ চেক শার্ট ও চেক লুঙ্গি। তার বয়স অনুমানিক ৫০ বছর।

এদিকে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল্লাহ জানান, রোববার সকালে ক্যান্টনমেন্ট ও বনানী স্টেশনের মধ্যবর্তী স্থানে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের ধাক্কায় ঘটনা স্থলেই মারা যান অজ্ঞাতনামা ওই যুবক। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।  
তার পরনে ছিল লাল-নীল চেক শার্ট ও কালো প্যান্ট এবং বয়স আনুমানিক ২৫ বছর।

এদিকে মগবাজার এলাকায় মফিজুল ইসলাম (২৮) নামে এক ব্যাক্তি ট্রেনে কাটা পরে নিহত হয়েছেন। রোববার সকালের দিকে ঘটনাটি ঘটে। পরে বিকালের দিকে ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠায়।  

ঢাকা রেলওয়ে থানার (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার জানান, পুলিশ জানতে পেরেছে সকালে দিকে হালকা বৃষ্টির কারণে রেললাইনে মফিজ পা পিছলে পরে যায়। তখনি একটি ট্রেনের নিচে কাটা পরে তার মৃত্যু হয়।

এছাড়াও রাজধানীর ওয়ারী নারিন্দা শরৎগুপ্ত রোডের একটি বাসায় স্বামীর সঙ্গে অভিমান করে দুপুরে গলায় ফাঁস দেয় গৃহবধু অর্থি দাস। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর ভাঙ্গা উপজেলার উচ্চপাড়া গ্রামের ব্যাংক কর্মকর্তা দীলিপ দাসের স্ত্রী অর্থি। বর্তমানে নারিন্দার শরৎগুপ্ত রোডের একটি ৬তলা বাসায় ভাড়া থাকতেন তারা।

স্বামী দীলিপ জানান, স্ত্রী ও এক সন্তান নিয়ে নারিন্দার ওই বাসায় ভাড়া থাকেন তিনি। কয়েক দিন আগে ব্যাংকের কয়েকজন মিলে সিলেটে ঘুরতে গিয়েছিলেন স্বামী দীলিপ। রোববার সকালে সিলেট থেকে বাসায় ফিরতে দেড়ি হওয়ায় স্বামীর ওপর অভিমান করে ফ্যানের সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন অর্থি।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
এজেডএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।