ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৮
ধুনটে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় তুচ্ছ ঘটনা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ১৫জন আহত হয়েছেন।

সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মানিকপোটল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার মানিকপোটল গ্রামের মালেক উদ্দিন ও ময়েন উদ্দিনের পরিবারের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিলো।

এরই জের ধরে মালেক উদ্দিনের নাতি আব্দুল মোন্নাফ (৫) বিবাদমান বাড়ির সীমানায় মলত্যাগ করে। এ ঘটনা নিয়ে দুই পরিবারের নারীদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এতে মানিকপোটল গ্রামের মোজাম্মেল হকের ছেলে শহিদুল ইসলাম (৩০), জসিম উদ্দিনের ছেলে আব্দুল হক (৬২), আব্দুল হকের স্ত্রী নুরজাহান খাতুন (৫৫), বাদশা মিয়ার ছেলে মুনজু মন্ডল (৪০), মুনজু মন্ডলের ছেলে মাসুদ রানা (১৮), আলাউদ্দিনের ছেলে আব্দুল মালেক (৪৫), তমেজ উদ্দিনের ছেলে ময়ান উদ্দিন (৫৬), গোলাম হোসেনের ছেলে লাল মিয়া (৪৫), আব্দুল মালেকের ছেলে শাহাদৎ হোসেন (২৯), মকুল হোসেনের স্ত্রী পারভীন খাতুন (৩০), শাহাদৎ হোসেনের স্ত্রী মায়া খাতুনসহ (২২) উভয় পক্ষের ১৫ জন আহত হয়।

দুপুরে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বাংলানিউজকে জানান, খবর পেয়ে হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৮
এমবিএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।