ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে মাদকসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৮
না’গঞ্জে মাদকসহ আটক ২ মাদকসহ ২ বিক্রেতা আটক। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এ সময় তাদের কাছ থেকে ৬৮ বোতল দেশীয় তৈরি অ্যালকোহল (আনুমানিক ৩৫ লিটার), মাদক বিক্রির নগদ ১ হাজার ৯০ টাকা ও এ কাজে ব্যবহৃত দু’টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকার রমজান মিয়ার ছেলে তরন (৩২) ও সস্তাপুর মধ্যপাড়া এলাকার মৃত লোকমানের ছেলে মজিবর।  

র‌্যাব-১১ সিপিএসসি এর সহকারী পরিচালক এএসপি বাবুল আখতার বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে আটকরা সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করে আসছিলেন। গোপন সংবাদের দুপুরে অভিযান চালিয়ে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।