ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরের সড়ক দুর্ঘটনায় চালক-হেলপারের বিরুদ্ধে মামলা

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৮
রংপুরের সড়ক দুর্ঘটনায় চালক-হেলপারের বিরুদ্ধে মামলা দুর্ঘটনাকবলিত বাস। ছবি: বাংলানিউজ

রংপুর: রংপুরের সিও বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হওয়ার ঘটনায় দুই বাসের চালক-হেলপারের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

রোববার (২ সেপ্টেম্বর) রাতে রংপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম বাংলানিউজকে জানান, বাস দু’টি জব্দ করা হয়েছে।

বাস দু’টির চালক ও হেলপারকে গ্রেফতারে অভিযান চলছে।

এর আগে রোববার দুপুর ১২টার দিকে সিও বাজার এলাকায় অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বগুড়া থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বিআরটিসি বাসের সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। এ ঘটনায় দুই বাসের অন্তত ২৪ জন আহত হন।

এছাড়া সোমবার সকালে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজীব (১২) নামে আরও এক শিশু মারা যায়। রাজীব গাইবান্ধা জেলার তালুক বেলকা গ্রামের খসরু মাহমুদের ছেলে। এ নিয়ে এ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো আটজনে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।