রোববার (২ সেপ্টেম্বর) রাতে রংপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম বাংলানিউজকে জানান, বাস দু’টি জব্দ করা হয়েছে।
এর আগে রোববার দুপুর ১২টার দিকে সিও বাজার এলাকায় অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বগুড়া থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বিআরটিসি বাসের সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। এ ঘটনায় দুই বাসের অন্তত ২৪ জন আহত হন।
এছাড়া সোমবার সকালে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজীব (১২) নামে আরও এক শিশু মারা যায়। রাজীব গাইবান্ধা জেলার তালুক বেলকা গ্রামের খসরু মাহমুদের ছেলে। এ নিয়ে এ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো আটজনে।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
ওএইচ/