একই সময়ে ভিন্ন ব্যানারে ন্যূনতম ১৮ হাজার টাকা মজুরির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে গার্মেন্ট শ্রমিক কমচারী ঐক্য পরিষদ।
সোমবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর তোপখানা রোডে বিকেল ৩টা থেকে তারা অবস্থান নিয়েছেন।
অন্যদিকে সোমবার মজুরি নিয়ে ওয়েজবোর্ডের সভা হওয়ার কথা রয়েছে। যেখানে মালিক, শ্রমিক ও সরকারের প্রতিনিধি থাকবেন।
গার্মেন্ট শ্রমিকদের দাবি, এখন দ্রব্যমূল্য বেশি। বাসা ভাড়া, চিকিৎসা ব্যয় বেড়েছে। কিন্তু গার্মেন্ট শ্রমিকদের মজুরি বাড়েনি। অথচ মালিকদের আয় বেড়েছে, তাদের রফতানি বেড়েছে।
আন্দোলনরত শ্রমিকরা বলেন, শ্রমিকের ঘাম ঝরানো টাকায় মালিকের আয় দিন দিন বাড়ছে। একটি কারখানা থেকে দু’টি কারখানার মালিক হচ্ছেন। শ্রমিকের বেতন বাড়ছে না।
এসময় উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক মজুরি আন্দোলনের আহ্বায়ক লিমা ফেরদাউস, গার্মেন্টস শ্রমিক ট্রপড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ, গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সদস্য সচিব আহসান জুয়েল, সদস্য সরদার খোরশেদ, আব্দুল ওয়াহিদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
ইএআর/এএ