সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টা ধরে চলা এ অভিযানে কাউকে আটক বা কোনো মাদকদ্রব্য উদ্ধার করতে পারেনি পুলিশ।
ব্লক রেইড শেষে রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া জোনের উপ-কমিশনার আমির জাফর বাংলানিউজকে জানান- জঙ্গি, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার এ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।
মেহেরচণ্ডি পূর্বপাড়া এলাকা ঘিরে ছিল গোয়েন্দা সংস্থার সদস্যরাও। তবে দুপুর পর্যন্ত কাউকে আটক করা যায়নি। কিংবা কোনো কিছু উদ্ধারও করা যায়নি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্য এলাকায়ও এমন চলবে বলে জানান তিনি।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া জোনের উপ-কমিশনার আমীর জাফরের নেতৃত্বে পুলিশের এ বিশেষ ব্লক রেইডে অংশ নেন- মহানগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির, গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ লাইনের সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
এসএস/ওএইচ/