ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ৩ ঘণ্টার ব্লক রেইডে কিছু মেলেনি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৮
রাজশাহীতে ৩ ঘণ্টার ব্লক রেইডে কিছু মেলেনি ব্লক রেইডেই জন্য ‍পুলিশের অবস্থান, ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচণ্ডি এলাকায় জঙ্গি ও মাদকবিরোধী ব্লক রেইডে চালিয়ে কিছুই পায়নি পুলিশ।

সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টা ধরে চলা এ অভিযানে কাউকে আটক বা কোনো মাদকদ্রব্য উদ্ধার করতে পারেনি পুলিশ।

ব্লক রেইড শেষে রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া জোনের উপ-কমিশনার আমির জাফর বাংলানিউজকে জানান- জঙ্গি, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার এ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।

গোটা এলাকা ঘিরে রেখে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করা হয়। পুরো এলাকায় বিপুলসংখ্যক পুলিশও মোতায়েন করা হয়।

মেহেরচণ্ডি পূর্বপাড়া এলাকা ঘিরে ছিল গোয়েন্দা সংস্থার সদস্যরাও। তবে দুপুর পর্যন্ত কাউকে আটক করা যায়নি। কিংবা কোনো কিছু উদ্ধারও করা যায়নি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্য এলাকায়ও এমন চলবে বলে জানান তিনি।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া জোনের উপ-কমিশনার আমীর জাফরের নেতৃত্বে পুলিশের এ বিশেষ ব্লক রেইডে অংশ নেন- মহানগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির, গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ লাইনের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।