ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় অস্ত্রসহ চাঁদাবাজ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৮
নওগাঁয় অস্ত্রসহ চাঁদাবাজ আটক অস্ত্রসহ আটক চাঁদাবাজ সুজন খন্দকার

নওগাঁ: নওগাঁ সদর থেকে বিদেশি ছুরিসহ সুজন খন্দকার (৩০) নামে এক চাঁদাবাজকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার সুলতানাপুর শাহপাড়া থেকে তাকে আটক করা হয়। সুজন ওই উপজেলার দক্ষিণ পার নওগাঁ এলাকার মাহাতাব আলীর ছেলে।

 

জেলা পুলিশ সুপার (এসপি) ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, এলাকার মানুষের কাছ থেকে অস্ত্র দেখিয়ে চাঁদাবাজি করতেন সুজন। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।