ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক নদী হত্যার বিচার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৮
সাংবাদিক নদী হত্যার বিচার দাবিতে রাজশাহীতে মানববন্ধন মানববন্ধন, ছবি: বাংলানিউজ

রাজশাহী: পাবনায় আনন্দ টিভির সাংবাদিক সুবর্ণা আক্তার নদীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে সাংবাদিকরা।

সোমবার (০৩ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান হাবিব অপুর সভাপতিত্বে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও প্রেসক্লাবের নেতারা মানববন্ধনে বক্তব্য রাখেন।

তারা সাংবাদিক সুবর্ণা আক্তার নদীর খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শ্যামল, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৮
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।