সোমবার (০৩ সেপ্টেম্বর) রাজধানীর তোপখানা রোডে অবস্থিত নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা শেষে এ কথা জানান তিনি।
বিজিএমইএ সভাপতি বলেন, ন্যূনতম মজুরি নির্ধারণের চতুর্থ সভায় নীতি-নির্ধারণী বিষয়ে আলোচনা হয়েছে।
‘আমাদের বোর্ডের হাতে অক্টোবরের ১৭ তারিখ পর্যন্ত সময় আছে। তবে সময় যাই থাক- চলতি বছরের ডিসেম্বর থেকে মজুরি বোর্ড নির্ধারিত বেতন কার্যকর হবে। ’
নিম্নতম মজুরী বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আমিনুল ইসলাম বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ এখনও হয়নি। চলতি মাসের ১২ সেপ্টেম্বরে আরও একটি সভা হবে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, মজুরি নির্ধারণে কাউকে জোর করে কিছু চাপিয়ে দেওয়া হবে না। আমরা কারখানার মালিকের বিষয়ে বা তার সক্ষমতার বিষয়টি যেমন দেখবো একইভাবে শ্রমিকের চাহিদাকেও গুরুত্ব দেওয়া হবে।
সভায় শ্রমিক প্রতিনিধি শামসুন্নাহার, নূন্যতম মজুরি বোর্ডের স্থায়ী সদস্য, পোশাক মালিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ডের সভা চলাকালে ন্যূনতম ১৬ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে বোর্ড ঘেরাও কর্মসূচি পালন করে বিভিন্ন শ্রমিক সংগঠন।
একই সময়ে গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে গার্মেন্টস শিল্পে ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের দাবি করে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
ইএআর/এমএ