ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

এজেন্ডায় না থাকায় রোহিঙ্গা ইস্যুতে আলোচনার সুযোগ ছিল না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৮
এজেন্ডায় না থাকায় রোহিঙ্গা ইস্যুতে আলোচনার সুযোগ ছিল না সাংবাদিকদের ব্রিফ করছেন বিমসটেক মহাসচিব শহীদুল ইসলাম/ছবি: বাংলানিউজ

ঢাকা: এজেন্ডায় না থাকায় বিমসটেক শীর্ষ সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে আনুষ্ঠানিক আলোচনার সুযোগ ছিল না বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব শহীদুল ইসলাম।

সোমবার (৩ সেপ্টেম্বর) বিকেল ঢাকায় বিমসটেক সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

শহীদুল ইসলাম বলেন, কাঠমান্ডুতে ৩০-৩১ আগস্ট অনুষ্ঠিত চতুর্থ বিমসটেক শীর্ষ সম্মেলনের এজেন্ডায় রোহিঙ্গা ইস্যুটি না থাকায় সেখানে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে আলোচনার কোনো সুযোগ ছিল না।

তিনি বলেন, স্বাগতিক দেশ হিসেবে নেপাল বিমসটেক সম্মেলনের এজেন্ডা তৈরি করে।

রোহিঙ্গা ইস্যুটি এজেন্ডায় রাখতে কোনো সদস্য দেশ প্রস্তাব করেনি বলেও জানান শহীদুল ইসলাম।

এবারের শীর্ষ সম্মেলনকে সফল বলে মন্তব্য করেন বিমসটেক মহাসচিব।

বঙ্গোপসাগর উপকূলবর্তী দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সাত দেশের জোট বিমসটেক (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন)। প্রযুক্তিগত ও অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে এ জোট গঠিত।
 
১৯৯৭ সালে ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে এ উদ্যোগের সূচনা হয়। পরে মিয়ানমার, নেপাল ও ভুটান বিমসটেকে যোগ দেয়।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।