ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়ির ৭ খুন তদন্তে বাড়লো সময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৮
খাগড়াছড়ির ৭ খুন তদন্তে বাড়লো সময়

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে দু’টি সন্ত্রাসী হামলায় ছয়জনকে গুলি করে হত্যাসহ সাতজন নিহত হওয়ার ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির মেয়াদ ১৫ কার্যদিবস বাড়ানো হয়েছে। ৩০ আগস্ট থেকে এই সময় ধরা শুরু হয়।

সোমবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির আহ্বায়ক খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু ইউছুফ।

গত ১৮ আগস্ট শনিবার সকালে খাগড়াছড়ির স্বনির্ভর এলাকায় অস্ত্রধারীদের গুলিতে ছয়জন নিহত হন।

সঙ্গে আহত হন তিনজন।  

অপরদিকে, ওইদিন সকাল ১১টার দিকে পেরাছড়া এলাকায় গ্রামবাসীদের নিয়ে ইউপিডিএফ একটি মিছিল বের করলে সেখানে সন্ত্রাসী হামলা হয়। এসময় হুড়োহুড়ি করে পালাতে গিয়ে আরও একজন মারা যান।
 
ঘটনা দু’টির পরপরই খাগড়াছড়ির জেলা প্রশাসক শহিদুল ইসলাম পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। আর সেটাকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি।

এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু ইউছুফ বাংলানিউজকে বলেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে আমরা সময় বাড়ানোর আবেদন করলে জেলা প্রশাসক ১৫ কার্যদিবস বাড়িয়ে দিয়েছেন।
 
তিনি আরও বলেন, ইতোমধ্যে বেশ কয়েকবার আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনায় আহত ব্যক্তির সঙ্গে কথা বলেছি। পত্রিকায় প্রকাশিত খবরগুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এছাড়া পুলিশের সিসি টিভির ফুটেজগুলোও দেখা হবে। এখন নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেবেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
এডি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।