ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নাসিরনগরে নৌকা ডুবে শিশুর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
নাসিরনগরে নৌকা ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নৌকা ডুবে আলভী (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বেমালিয়া নদীর মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। আলভী ওই উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফুলকারকান্দি গ্রামের গুলজার মিয়ার ছেলে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর বাংলানিউজকে জানান, বিকেলে সরাইল উপজেলার ধরন্তি নৌকাঘাট থেকে একটি নৌকা ৫০/৬০ জন যাত্রী নিয়ে নাসিরনগর উপজেলার ইছাপুরা যাচ্ছিলো। নৌকাটি বেমালিয়া নদীর মাঝামাঝি গেলে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় নদী থেকে যাত্রীদের উদ্ধার করে।

তিনি আরো জানান, এ ঘটনায় নদী থেকে আলভী নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাটি ডুবে যায়।

বাংলাদেশ সময়: ২৩৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।