সোমবার (০৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিষ্ণুপুর ইউপির ওসমানপুর বেলেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শাহিন দিনাজপুরের ফুলবাড়ি পৌরসভার ৫নং ওয়ার্ডের জোলাপাড়া মহল্লার ফরো মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে শাহিন মিয়া দোকানের মালামাল নিয়ে রংপুর থেকে অটোরিকশায় দিনাজপুরের ফুলবাড়ি যাচ্ছিলেন। অটোরিকশাটি ওসমানপুরের বেলেরতল এলাকায় পৌঁছালে বদরগঞ্জগামী একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহিন মারা যান।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শাহিনুর আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২২৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
এনটি