সোমবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় হিঙ্গুল সরদারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়।
নিহত হিঙ্গুল সরদার উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের ইরফুল সরদারের ছেলে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বাংলানিউজকে জানান, দক্ষিণ ফুকরা গ্রামে জমি নিয়ে হারুন-অর-রশিদ মোল্যার সঙ্গে সাইফুল সিকদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সকালে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এতে হিঙ্গুল সরদারসহ অন্তত ৩১ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫৭ রাউন্ড গুলি বর্ষণ করে।
এদিকে গুরুতর আহতবস্থায় সন্ধ্যায় হিঙ্গুল সরদারকে ঢামেকে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
এনটি