ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
শরীয়তপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

শরীয়তপুর: শরীয়তপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুমন পাহাড় (২৬) নামে এক মাদক ব্যবসায়ী ব্যক্তি নিহত হয়েছেন। 

সোমবার (৩ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।  নিহত সুমন শরীয়তপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের এস্কেন পাহাড়ের ছেলে।

শরীয়তপুরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান,  রাতে পালং-ছয়গাঁও রাস্তার পাশে মেহগনি বাগানে মাদক ভাগবাটোয়ারা করছিলেন কয়েকজন মাদক ব্যবসায়ী। খবর পেয়ে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও পালং থানা পুলিশের একটি দল সেখানে অভিযানে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও গুলি ছোড়েন। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে সুমনের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।  

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে গাঁজা, ইয়াবা, ছয়টি ককটেল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

সুমনের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি ও মাদকের ১১টি মামলা রয়েছে বলেও জানান ওসি মো. মনিরুজ্জামান।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।