ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ভাটারায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
ভাটারায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর ভাটারায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে ওয়াজেদ মিয়া (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

 মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে ভাটারা নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের সহকর্মী আরিফ বাংলানিউজকে জানান, ওয়াজেদ মিয়া পটুয়াখালী বাউফল এলাকার বাসিন্দা, বর্তমানে ভাটারা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে থেকে কাজ করতেন।

সকালে ওই ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় ‘অসাবধানতাবশত’ নিচে পড়ে যায় তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টায় মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এডেজএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।