লালমনিরহাট: লালমনিরহাট রেলওয়ের পাওয়ার হাউসে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মকবুল হোসেন (৩০) নামে এক খালাসির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে স্টেশনের পাওয়ার হাউসে এ দুর্ঘটনা ঘটে।
লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে স্টেশনের পাওয়ার হাউসে কাজ করছিলেন খালাসি মকবুল হোসেন।
এ সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় সহকর্মীরা মকবুল হোসেনকে উদ্ধার করে রেলওয়ে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।