ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বেলারুশ-লিথুয়ানিয়ার সমর্থন চায় বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
বেলারুশ-লিথুয়ানিয়ার সমর্থন চায় বাংলাদেশ

ঢাকা: রোহিঙ্গা সংকট সমাধানে বেলারুশ ও লিথুয়ানিয়ার সমর্থন চেয়েছে বাংলাদেশ। এছাড়া এই দেশ দু’টির সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কসহ ব্যবসা-বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। 

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেলারুশ ও লিথুয়ানিয়ার সঙ্গে বাংলাদেশের ফরেন অফিস কনসালটেশন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

দু’টি বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) কামরুল আহসান। বৈঠকে মস্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. সাইফুল হকও উপস্থিত ছিলেন।  

বেলারুশের রাজধানী মিন্সকেতে বাংলাদেশ ও বেলারুশের ফরেন অফিস কনসালটেশন বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে বেলারুশের পক্ষ থেকে নেতৃত্ব দেন দেশটির উপপররাষ্ট্র মন্ত্রী আন্দ্রেই দেপকুইনাস। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও ব্যবসা বাণিজ্য প্রসার নিয়ে আলোচনা হয়েছে।  

এছাড়া বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মেকেই-এর সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা সংকট তুলে ধরে বেলারুশের সমর্থন চাওয়া হয়েছে।

এদিকে লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে ফরেন অফিস কনসালটেশন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) কামরুল আহসান। লিথুয়ানিয়ার পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার আলবিনাস জানানাভিসিয়াস। বৈঠকে রোহিঙ্গা সংকট তুলে ধরে বাংলাদেশের পক্ষ থেকে লিথুয়ানিয়ার সরকারের সমর্থন চাওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।