মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকালে শিবচর-পাঁচ্চর সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুপুরের দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
কামরান শিবচর পৌরসভার খানকান্দি গ্রামের আলতাফ হোসেন খানের ছেলে।
জানা গেছে, সকালে বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে শিবচর যাচ্ছিলেন কামরান। পথে দাদা ভাই উপশহরের কাছে এলে একটি লেগুনা গাড়ি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরে অবস্থার অবনতি হলে দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নেওয়ার পথে মারা যান কামরান।
এ ঘটনায় দুপুরে এলাকাবাসী প্রায় এক ঘণ্টা শিবচর-পাঁচ্চর সড়কে গাছ ফেলে অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্যা বাংলানিউজকে বলেন, লেগুনার চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এসআরএস