ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

লামায় সন্ত্রাসীদের ধরতে পুলিশ-সেনাবাহিনীর অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
লামায় সন্ত্রাসীদের ধরতে পুলিশ-সেনাবাহিনীর অভিযান

বান্দরবান: বান্দরবানের লামা উপজেলার দু’টি এলাকায় হামলা ও লুটপাটের ঘটনায় সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান শুরু করেছে পুলিশ ও সেনাবাহিনী।  

মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মেরাখোলা ও ছোটবমু এলাকায় এ অভিযান শুরু হয়েছে।  

স্থানীয়রা জানান, সকালে কালো পোশাকধারী ২০/৩০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল দুর্গম মেরাখোলা ও ছোট বমু এলাকায় হামলা চালায়।

এসময় একজন ওষুধ ব্যবসায়ীসহ কয়েকজনকে মারধর করে এলাকায় ব্যাপক ত্রাস সৃষ্টি করে তারা। পরে তারা এলাকার লোকজনের কাছে চাঁদা দাবি করে চিঠিও দিয়ে যায়।   স্থানীয়দের কাছে বিষয়টি জানতে পেরে দুপুরে সেখানে যৌথ অভিযান শুরু করে সেনাবাহিনী ও পুলিশ। এসময় সন্ত্রাসীরা সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে হামলাকারীরা পালিয়ে যায়। তবে, এতে কেউ হতাহত হয়েছে কি না তা জানা যায়নি। বর্তমানে (বিকেল সাড়ে ৫টা) এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলছে।  

সেনাবাহিনীর আলীকদম জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুবুর রহমান বাংলানিউজকে জানান, একটি সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী দল সকালে মেরাখোলা বাজার ও ছোট বমু এলাকায় হানা দিয়ে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয়দের বসতঘরে অস্ত্রের মুখে লুটপাট চালায়। তারা মালপত্রসহ নগদ টাকা ও অন্যান্য সরঞ্জাম লুট করে।

বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার বাংলানিউজকে জানান, সন্ত্রাসীদের ধরতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান অব্যাহত রেখেছে। সন্ত্রাসীদের অটক না করা পর্যন্ত অভিযান চলবে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।