ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

চীন পানি ছাড়লেও বন্যার আশঙ্কা নেই: ত্রাণ সচিব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
চীন পানি ছাড়লেও বন্যার আশঙ্কা নেই: ত্রাণ সচিব

ঢাকা: চলতি সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধ থেকে শেষ পর্যন্ত দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। 

চীনের স্যাংপো নদীর পানি ভারতের ব্রহ্মপুত্র নদে ছেড়ে দেওয়ায় সিয়াং নদী এলাকার অরুণাচল প্রদেশের তিনটি জেলা ব্রহ্মপুত্রের ভাটির রাজ্য আসামে সর্তকতা জারি করা হয়েছে। তাতে বাংলাদেশেও বন্যার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

চীন পানি ছাড়লেও বন্যার আশঙ্ক নেই বলে বাংলানিউজকে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামাল।  

মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) বিকেল মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সচিব জানান, সেপ্টেম্বর-অক্টোবরে বড় ধরনের বন্যা হওয়ার রেকর্ড নেই। তবে জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাত বেশি হতে পারে, তাতে বন্যা হওয়ার আশঙ্কা নেই।

সচিব জানান, আমাদের সকল প্রস্তুতি আছে। আমাদের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পর্যায়ে বার্তা দেওয়া আছে- ওরকম কোন পরিস্থিতি আসলে কী করবে। আমরা আগে থেকেই সব ধরনের ত্রাণ দিয়ে রেখেছি। তাছাড়া গরু, ছাগল, হাঁস, মুরগি যেন নিরাপদে রাখতে পারে সেই ব্যবস্থাও নেওয়া আছে।

যদি বন্যা হয় তবে তার স্থায়িত্বকাল স্বল্পমেয়াদী হবে বলেও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। যদি এমন কিছু ঘটেই তবে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।