মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল ফাতেহ মোহাম্মদ সফিকুল ইসলাম এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার সাওঘাট এলাকার সোনা মিয়ার ছেলে শহিদুল্লা (৪৫) ও মীরকুটিরছের এলাকার সিরাজুল ইসলামের ছেলে আজিজুল হক ভূঁইয়া (৩৩)।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) এ বি এম জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, দুপুরে গোলাকান্দাইল এলাকায় ইয়াবা সেবনকালে শহিদুল্লাহ ও আজিজুলকে আটক করে পুলিশ। পরে বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক তাদের ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
আরবি/