মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকালে বরিশাল সার্কিট হাউজের সেমিনার রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিভাগীয় কমিশনার বলেন, আমি কোনো টেকনিক্যাল ফর্মুলা বুঝি না।
বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার মাহফুজুর রহমান, র্যাব ৮-এর অধিনায়ক আতিকা ইসলাম (অতিরিক্ত ডিআইজি), বরিশাল ডিজিএফআই’র পরিচালক কর্নেল জিএম শরিফুল ইসলাম, বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার হাবিবুর রহমান, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেনসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এমএস/এনএইচটি