ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

দশমিনায় কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
দশমিনায় কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস জাল পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া ও বুড়া গৌরাঙ্গ নদীতে অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) উপজেলা মৎস্য অফিস ও নৌ-পুলিশের সদস্যরা এ অভিযান চালায়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহাবুব আলম বাংলানিউজকে জানান, জব্দকৃত জালগুলো উপজেলার হাজীরহাট এলাকায় নদী তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযানকালে হাজীরহাটস্থ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সোহাগ, এসআই সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।