মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) থেকে রংপুর পুলিশ ও ট্রাফিক বিভাগ যৌথভাবে এ অভিযান শুরু করে।
অভিযানের প্রথম দিনে ২১টি অটোরিকশা আটক করা হয়।
জানা যায়, গত রোববার (২ সেপ্টেম্বর) দুই বাসের মুখোমুখি সংঘর্ষের মূল কারণ ছিল অটোরিকশা।
অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বাস দু’টির মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত হয় আটজন। এ ঘটনায় প্রায় ২৩ জন আহত হয়। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববারের সেই দুর্ঘটনার পর নড়েচড়ে বসে প্রশাসন। তারই অংশ হিসেবে মঙ্গলবার থেকে মহাসড়কে এসব তিন চাকার ধীরগতির যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে রংপুর পুলিশ ও ট্রাফিক বিভাগ।
এতে নগরের মেডিক্যাল মোড় থেকে সিও বাজার, মর্ডান মোড় থেকে দমদমা পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানে একদিনে ২১টি অটোরিকশা আটক করা হয়। এসব অটোরিকশা রংপুর পুলিশ লাইন্স মাঠে এনে ডাম্প করা হয়।
এ বিষয়ে রংপুর ট্রাফিক ইনচার্জ খান মোহাম্মদ মিজানুর ফাহামি বাংলানিউজকে জানান, ধীরগতির যানবাহনের কারণে মহাসড়কে দুর্ঘটনা বেড়ে চলছে। তাই এসব যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। অভিযানে একদিন ২১টি অটোরিকশা আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এনএইচটি