ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

জেলের জালে ১০০ কেজি ওজনের ডলফিন 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
জেলের জালে ১০০ কেজি ওজনের ডলফিন  জেলের জালে ধরা পড়া ডলফিনটি। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ধরলা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ১০০ কেজি (আড়াই মণ) ওজনের ডলফিন।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুরে দ্বিতীয় ধরলা সেতুর প্রায় এক কিলোমিটার পশ্চিমে গভীর পানিতে ডলফিনটি ধরা পড়ে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, ধরলা সেতুর পশ্চিমে গভীর পানিতে মাছ ধরার জন্য জাল ফেলে কুড়িগ্রামের কাঁঠালবাড়ী ছিনাই এলাকার হাড্ডু মিয়াসহ একদল জেলে।

সেই জালেই ধরা পড়ে বিশাল আকৃতির ডলফিনটি। খবর পেয়ে স্থানীয় উৎসুক জনতা ডলফিনটি দেখতে ভিড় জমিয়েছেন।

কাঁঠালবাড়ী ছিনাই এলাকার জেলে সর্দার হাড্ডু মিয়া বাংলানিউজকে বলেন, ডলফিনের তেল বিভিন্ন রোগের ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। এটি অন্তত ৩৫ থেকে ৪০ হাজার টাকায় বিক্রি হবে বলে আশা করছি।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এফইএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।