মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুরে দ্বিতীয় ধরলা সেতুর প্রায় এক কিলোমিটার পশ্চিমে গভীর পানিতে ডলফিনটি ধরা পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধরলা সেতুর পশ্চিমে গভীর পানিতে মাছ ধরার জন্য জাল ফেলে কুড়িগ্রামের কাঁঠালবাড়ী ছিনাই এলাকার হাড্ডু মিয়াসহ একদল জেলে।
কাঁঠালবাড়ী ছিনাই এলাকার জেলে সর্দার হাড্ডু মিয়া বাংলানিউজকে বলেন, ডলফিনের তেল বিভিন্ন রোগের ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। এটি অন্তত ৩৫ থেকে ৪০ হাজার টাকায় বিক্রি হবে বলে আশা করছি।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এফইএস/এসআরএস