মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সখীপুর-বাটাজোর সড়কের কীর্ত্তণখোলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু হানিফ মিন্টু বহুরিয়া ইউনিয়নের কালমেঘা ছলংগা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগের সভাপতি আবু হানিফ মিন্টু বিকেলে টাঙ্গাইল থেকে কাজ শেষে মোটরসাইকেলে করে নিজ বাড়ি কালমেঘা ছলংগা যাচ্ছিলেন। পথে সখীপুর-বাটাজোর সড়কের কীর্ত্তণখোলা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
আরএ