ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

তিস্তায় নৌকাডুবিতে শ্রমিক নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
তিস্তায় নৌকাডুবিতে শ্রমিক নিখোঁজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ডাংরারহাট এলাকায় তিস্তা নদীতে বালুভর্তি নৌকাডুবিতে মনতাজ আলী (৬৫) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আহত অবস্থায় দুই শ্রমিককে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরিরা নিখোঁজ শ্রমিককে উদ্ধার করতে পারেনি। এর আগে সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

তিস্তার ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের হয়ে কাজ করছিলেন ওই শ্রামিকরা।

উদ্ধারকৃত শ্রমিকরা হলেন- তাইজুদ্দিন (৩৫) ও রফিকুল ইসলাম (৩০)। নিখোঁজ মমতাজ উপজেলার পারামৌলা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিস্তা নদীর বেড়িবাঁধের বাঁধ সংষ্কার করার জন্য সকালে নদীর ডান তীর থেকে বালু নিয়ে ফেরার সময় মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা শ্রমিক তাইজুদ্দিন, রফিকুল ও মনতাজও ডুবে যান।

রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাইজুল ইসলাম বাংলানিউজকে বলেন, তাইজুদ্দিন ও রফিকুলকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করলেও মনতাজকে খুঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুজির পর তাকে না পাওয়া গেলে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে তিস্তা নদীতে নিখোঁজ শ্রমিককে উদ্ধারের চেষ্টা চালায়। বিকেল ৫টা পর্যন্ত তাকে খুঁজে ‍পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এফইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।