মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুরে অভিযানটি পরিচালনা করেন অধিদফতর কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন।
তিনি বাংলানিউজকে বলেন, অভিযানে অনুমোদনহীন ও ভেজাল শিশু খাদ্য এবং নকল ওরস্যালাইন বিক্রির দায়ে নরোত্তম সরকার স্টোর, আকাশ স্টোর, লিখন স্টোর ও ফারুক এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা এবং আবুল হাশেম স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও ওই সব ব্যবসা প্রতিষ্ঠান থেকে জব্দ ভেজাল মালামাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এসআরএস