গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর নির্যাতনে সুর্বণা খাতুন (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শাখাহার ইউনিয়নের দামগাড়ী গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, দামগাড়ী গ্রামের সুমন মিয়ার সঙ্গে চার/পাঁচ বছর আগে পার্শ্ববর্তী শিবগঞ্জ উপজেলার পদ্মপুকুর গামের আব্দুস সোবাহান আলীর মেয় সুবর্ণার বিয়ে হয়।
বিয়ের পর থেকে যৌতুকের দাবি করে আসছিলেন সুমন। এ নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় উভয়ের মধ্যে। সোমবার (৩ সেপ্টেম্বর) দিনগত রাতে সুবর্ণাকে বেদম মারপিট করেন তার স্বামী সুমন। এর একপর্যায়ে রাতের কোনো এক সময় সুর্বণা মারা গেলে তাকে ঘরে তালাবদ্ধ করে পালিয়ে যান সুমন ও তার পরিবারের লোকজন। মঙ্গলবার সকালে বাড়িতে কাউকে না পেয়ে ঘর তালাবদ্ধ দেখে প্রতিবেশীরা গ্রাম্য পুলিশকে খবর দেন। পুলিশ তালা ভেঙে ঘরে ঢুকে সুর্বণার মরদেহ দেখতে পান।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।