ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
নীলফামারীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নীলফামারী: নীলফামারীতে পৃথক এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার কুন্দপুকুর ও চড়াইখোলা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা যায়, পরিবারের লোকজনের চোখ ফাঁকি দিয়ে কুন্দপুকুর ইউনিয়নের মধ্য আঙ্গারপাড়া গ্রামের খোকন মিয়ার দেড় বছরের মেয়ে নুপুর বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। একইভাবে চড়াইখোলা ইউনিয়নের কাঞ্চনপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ৩ বছরের ছেলে জহির উদ্দিন পুকুরে ডুবে যায়।

 

এ ঘটনায় উভয় গ্রামের মানুষজন ও পরিবারের লোকজন পুকুর থেকে তাদের উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে নিলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।