মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন বাদী হয়ে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ১ নং আমলি আদালতে এ মামলা করেন।
আদালতের বিচারক রোজিনা খান মামলাটি আমলে নিয়ে আসামি দিলরুবা আক্তার দিলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমান আল হোসাইন তাজ বাংলানিউজকে জানান, গত ২৮ আগস্ট শহরের গাঙ্গিনারপাড় মোড় এলাকায় এক কর্মসূচিতে আজাদ শেখের স্ত্রী দিলু ধর্মমন্ত্রী মতিউর রহমানকে রাজাকার ও বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে বক্তব্য দেন। এ ধরনের মিথ্যা ও বানোয়াট বক্তব্যে ধর্মমন্ত্রীর মানহানি হয়েছে। তাই আদালতে এ মামলা করা হয়।
তিনি বলেন, মামলার আসামি নয়জন হলেও দিলুর বক্তব্য শুনে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এমএএএম/এমএ