মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোলনা ইউনিয়নের চিড়াভিজা গোলনা গ্রামে তার স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে সোমবার (৩ সেপ্টেম্বর) রাতে ওই গৃহবধূ নার্গিসের ওপর নির্যাতন চালান তার স্বামী আলমগীর। মঙ্গলবার ভোরে বাড়ির অদূরে একটি গাছের ডালে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এসআরএস