ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

ব‌রিশাল: বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৬০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জ্বালানি তেলবাহী একটি তেলের লরি সেতু অতিক্রমকালে ওই বৃদ্ধকে চাপা দেয়।

‍গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল-শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি বিষয়টি কোতোয়ালি মডেল থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

অপরদিকে সোমবার (৩ সেপ্টেম্বর) দিনগত রাতে বরিশাল-ভোলা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন যুবলীগের সদস্য গোলাম নবী খান সাগরের মৃত্যু হয়েছে।

বাংলা‌দেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।