ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেলের ধাক্কায় আহত কলেজছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
মোটরসাইকেলের ধাক্কায় আহত কলেজছাত্রের মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় রাশেদুল ইসলাম (১৭) নামে আহত কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে সোমবার (৩ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে নামুড়ি মহাবিদ্যালয় গেটে মোটরসাইকেলের ধাক্কায় আহত হয় রাশেদুল।

রাশেদুল কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের বান্দেরকুড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে। সে আদিতমারী উপজেলার নামুড়ি মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

নামুড়ি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এএইচএম শরিফ বাংলানিউজকে জানান, বাইসাইকেলযোগে কলেজ যাচ্ছিল রাশেদুল। মহাসড়ক থেকে কলেজের গেটে ঢুকতেই লালমনিরহাটগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল আরোহী রাশেদুলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।  

স্থানীয়রা রাশেদুলকে উদ্ধার করে প্রথমে আদিতমারী হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মারা যায় রাশেদুল।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, কলেজছাত্রের মৃত্যুর ঘটনায় কলেজ শিক্ষকরা থানায় এসেছেন। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।