মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টায় তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মিজানুরের সহকর্মী মো. ইদ্রীস মিয়া জানান, পুদ্দারবাজারে ভাই ভাই ইলেকট্রনিক্স কারখানায় কাজ করেন তারা। সন্ধ্যায় কাজ করার সময় মেশিন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন মিজানুর। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরিয়তপুরের জাজিরা উপজেলার ছাব্বিশপাড়া গ্রামের মজিবুর সরকারের ছেলে মিজানুর। তিনি পরিবারের সঙ্গে যাত্রাবাড়ী মীর হাজীরবাগে থাকতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
এজেডএস/আরআর