ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
টেকনাফে ১ লাখ ইয়াবাসহ যুবক আটক প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ পৌরসভা সদরের জালিয়াপাড়া থেকে ১ লাখ ইয়াবাসহ মোহাম্মদ হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৭) সদস্যরা। 

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টায় টেকনাফ পৌর সদরের জালিয়াপাড়া থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।

আটক যুবক টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম জালিয়াপাড়ার মৃত আবু বক্করের ছেলে।

 

র‍্যাব-৭ এর টেকনাফ ক্যাম্প-১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মীর্জা শাহেদ মাহতাব জানান, আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জব্দ ইয়াবাসহ তাকে টেকনাফ থানায় সোপর্দ করার উদ্যোগ চলছে।  

বাংলাদেশ সময়: ০৩০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
টিটি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।