ঢাকা: ত্রিপলির সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে লিবিয়ার সরকার জরুরি বার্তা ঘোষণা করেছে। এ প্রেক্ষাপটে স্ব নিরাপত্তা নিশ্চিতকরণে এবং যেকোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রবাসী বাংলাদেশিদের রাস্তাঘাটে চলাফেরা সীমিত করে যথাসম্ভব সাবধানতা অবলম্বন করার জন্য ত্রিপলির বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) ত্রিপলির বাংলাদেশ দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ত্রিপলির গাছর-বেন-গাসির, ওয়াদি রাবিয়া, সালাহউদ্দিন, আইনজারা, হাদবা মাসরুউয়া, এয়ারপোর্ট রোড, ক্রিমিয়া এবং আবুসেলিমসহ অন্য যুদ্ধকবলিত এলাকাগুলো পরিহার করার জন্য আহ্বান জানানো হয়েছে।
এছাড়া লিবিয়ার প্রবাসীদের যেকোন জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নাম্বার +২১৮৯১৬৯৯৪২০৭ এ যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৩১৭ ঘণ্টা, ৫ সেপ্টেম্বর ২০১৮
টিআর/আরআর
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।