মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঈদগড় বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতে বশিরের বসতবাড়ি সংলগ্ন একটি দোকান থেকে একটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়।
বশির ঈদগড় ইউনিয়নের কোদালিয়া কাঠা এলাকার আলী হোসেনের ছেলে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর জানান, বশিরের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানাসহ বিভিন্ন থানায় হত্যাসহ নানা অভিযোগে মামলা রয়েছে। এছাড়া অস্ত্র উদ্ধারের ঘটনায় রামু থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ০৪৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
টিটি/আরআর