ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সাঘাটায় ট্রাক্টরের ধাক্কায় মামা-ভাগ্নে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
সাঘাটায় ট্রাক্টরের ধাক্কায় মামা-ভাগ্নে নিহত

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলায়  ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তারা সম্পর্কে মামা-ভাগ্নে। এতে আহত হয়েছে এক স্কুলছাত্র।

বুধবার (৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে গাইবান্ধার-সাঘাটা সড়কের ভরতখালী ইউনিয়নের চিথুলিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন ভরতখালী ইউনিয়নের দক্ষিণ উল্লা ঘোষপাড়ার গৌরাঙ্গ ঘোষের ছেলে সজীব চন্দ্র ঘোষ (২২) ও তার মামা বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রামের সুনীল চন্দ্র ঘোষের ছেলে নরোত্তম (২৫)।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সজীব ও নরোত্তম মোটরসাইকেলে করে গাইবান্ধা থেকে সাঘাটা যাচ্ছিলেন। পথে চিথুলিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ওই মোটরসাইকলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মামা-ভাগ্নে। এসময় সড়ক দিয়ে বাইসাইকেল নিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় এক স্কুলছাত্র আহত হয়। পরে আহত স্কুলছাত্রকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, সজীব ও নরোত্তম দইয়ের ব্যবসা করতেন। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।  

তিনি আরো জানান, স্থানীয়দের সহায়তায় ট্রাক্টরটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।
 
বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।