বুধবার (৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
র্যাব-৭ এর ফেনী ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে লেমুয়া এলাকায় র্যাবের টহল দলের সঙ্গে মাদকবিক্রেতাদের গুলিবিনিময় হয়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ কবিরের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় আনুমানিক এক লাখ ৮০ হাজার পিস ইয়াবা, ওয়ান শুটার গান ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, নিহত কবির চাঁদপুর জেলার শহরাস্তি থানার ইছাপুর এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এর আগে, একই রাতে ফেনী সদর উপজেলার ধর্মপুর এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ সুমন (৩৬) ওরফে লাল সুমন নামে আরও এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
এসএইচডি/আরবি/