ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মানব পাচার চক্রের ৯ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
মানব পাচার চক্রের ৯ সদস্য আটক

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের ৯ সদস্যকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দিনগত রাতে তাদের আটক করা হয়।

সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) শারমিন জাহান জানান, এ চক্রটি চাকরির প্রলোভন দেখিয়ে কুয়েতসহ বিভিন্ন দেশে জাল ভিসা ও বিএমইটির মাধ্যমে মানব পাচার করে আসছিল।

বুধবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।