মঙ্গলবার রাত থেকে বুধবার (০৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে চরকিং ইউনিয়নের ব্রিজবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার চরখিল এলাকার আব্দুল মোতালেবের ছেলে নেছার (২৬), সাহাব উদ্দিন (৪০), মনছুর আহমদের ছেলে হেলাল উদ্দিন (২৯), আলাউদ্দিনের ছেলে জামশেদ হোসেন (২০), শাহজাহানের ছেলে বাহার উদ্দিন (৩৫), মাহমুদুল হক (৫৮) এবং ওজি উল্যার ছেলে দেলোয়ার হোসেন (৪২)।
কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাহবুবুল আলম শাকিল বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্রিজবাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি দোকানে বসে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ ওই সাত ডাকাতকে আটক করা হয়। দুপুরে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
এসআই