বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী কালীগঞ্জ উপজেলার পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম আব্দুর রউফের স্ত্রী বলে জানা গেছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, সকালে ফাহমিদা মাংস কেনার জন্য বাজারে গিয়ে কড়ই গাছের নিচে রিকশায় বসে ছিলেন। এসময় গাছের শুকনো ডাল ভেঙে তার মাথার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা ফাহমিদাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
এসআই