বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) ভোরে ইউনিয়নের একটি পরিত্যাক্ত ইটভাটা থেকে তাকে গ্রেফতার করা হয়। আবু তাহের একই ইউনিয়নের চরকাউনিয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে।
নোয়াখালী ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে আন্ডারচর এলাকার একটি পরিত্যাক্ত ভাটায় অভিযান চালানো হয়। এসময় একটি ঘর থেকে অস্ত্র ও গুলিসহ আবু তাহেরকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, আবু তাহেরের বিরুদ্ধে অস্ত্র আইনে সদর থানায় একটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আরো একটি মামলা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
এসআই