ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
নোয়াখালীতে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে অভিযান চালিয়ে আবু তাহের (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। এসময় তার কাছ থেকে একটি রিভলবার ও ছয় রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) ভোরে ইউনিয়নের একটি পরিত্যাক্ত ইটভাটা থেকে তাকে গ্রেফতার করা হয়। আবু তাহের একই ইউনিয়নের চরকাউনিয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে।

নোয়াখালী ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে আন্ডারচর এলাকার একটি পরিত্যাক্ত ভাটায় অভিযান চালানো হয়। এসময় একটি ঘর থেকে অস্ত্র ও গুলিসহ আবু তাহেরকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, আবু তাহেরের বিরুদ্ধে অস্ত্র আইনে সদর থানায় একটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আরো একটি মামলা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।