ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে পিস্তলসহ ইউপি সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
শেরপুরে পিস্তলসহ ইউপি সদস্য আটক

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ আব্দুর রউফ নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে (মেম্বার) আটক করেছে পুলিশ।

তিনি উপজেলার ভবানীপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকার ফজলুল হকের ছেলে। ইউনিয়ন পরিষদের ৭নম্বর ওয়ার্ডের মেম্বার।

বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর থানায় সংবাদ সম্মেল করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) গাজিউর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তি বুধবার (০৫ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার শেরুয়া বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আব্দুর রউফ সর্বহারা দলের সদস্য। তার বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানায় হত্যাসহ ৪টি মামলা রয়েছে। এ ঘটনায়ও শেরপুর থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
এমবিএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।