ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সিগঞ্জে অবৈধ রেকটিফাইড স্পিরিটসহ আটক ৩ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
মুন্সিগঞ্জে অবৈধ রেকটিফাইড স্পিরিটসহ আটক ৩  আটক তিন ব্যক্তি

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ শহরের হোমিও চিকিৎসার ‘মুন্সিগঞ্জ হোমিও হল’র ভেতর অভিযান পরিচালনা করে সাড়ে সাত হাজার বোতল (৭৫০ লিটার) অবৈধ রেকটিফাইড স্পিরিটসহ তিনজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। 

আটকরা হলেন- হোমিও চিকিৎসক হুমায়ূন কবীর (৪২), মো. আলামিন (৩০) ও নূর মোহাম্মদ (২৭)।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শহরের বাজার এলালায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় একটি দ্বিতীয় তলা ভবনের ভেতর একটি কারখানা ও দু’টি গোডাউনের সন্ধান পাওয়া যায়।

র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার, এএসপি মহিতুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭৫০ লিটার অবৈধ রেকটিফাইড স্পিরিট জব্দ করা হয়েছে। এর আনুমানিক মূল্য ৯ লাখ টাকা।  

দীর্ঘদিন ধরেই তারা হোমিও চিকিৎসার আড়ালে অবৈধ রেকটিফাইড স্পিরিট আনা এবং উৎপাদন করছিল। তৈরি করার বিভিন্ন উপকরণ এসময় গোডাউন ও কারখানা থেকে পাওয়া যায়। এ ঘটনায় জড়িত থাকায় তিন জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।