ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লা সদরে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
কুমিল্লা সদরে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

কুমিল্লা: কুমিল্লা সদরে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ আশিকুর রহমান ওরফে ‘বোমা আশিক’ নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, বুধবার (০৫ সেপ্টেম্বর) রাতে জেলার আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, তালিকাভুক্ত সন্ত্রাসী আশিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে এমন খবরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় একটি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সালাউদ্দিন জানান, ওই এলাকায় সন্ত্রাসী আশিকুর রহমান ‘বোমা আশিক’ নামে পরিচিত। তার বিরুদ্ধে অস্ত্র ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১২টি মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।