বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, বুধবার (০৫ সেপ্টেম্বর) রাতে জেলার আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, তালিকাভুক্ত সন্ত্রাসী আশিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে এমন খবরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সালাউদ্দিন জানান, ওই এলাকায় সন্ত্রাসী আশিকুর রহমান ‘বোমা আশিক’ নামে পরিচিত। তার বিরুদ্ধে অস্ত্র ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১২টি মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
ওএইচ/