ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
পিরোজপুরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

পিরোজপুর: পিরোজপুরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৫৯তম শাখার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পিরোজপুর শহরের ল-ইয়ার্স প্লাজার দ্বিতীয় তলায় এ শাখার উদ্বোধন করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক আব্দুল মালেক মোল্লা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন- সৌদি আরব ও অধ্যক্ষ চরমোনাই কামিল মাদ্রাসা, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় পিএইচডি হযরত মাও. সৈয়দ মোছাদ্দেক বিল্লাহ আল মাদানী।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ হাকিম হাওলাদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি খান মো. আলাউদ্দিন, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু।  

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ সাব্বির আহমেদ, জেলা ব্যাবসায়ী সমিতির সভাপতি আতাউর রহমান শেখ, কাউন্সিলর মো. সাইদুল্লাহ লিটন, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি শেখ ফিরোজ আহমেদ।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।