বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রামপুরা তিতাস রোডের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শম্পা মাগুরার শালিকা উপজেলার খগেন্দ্র নাথের মেয়ে।
নিহত শম্পার মামাতো বোন বিউটি রানী বাংলানিউজকে জানান, একটি ছেলের সঙ্গে শম্পার প্রেমের সম্পর্ক ছিলো। ওই সম্পর্কের অবনতির কারণে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ কয়েকদিন আগে শম্পা অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে ছিলো।
রামপুরা থানার উপ পরিদর্শক (এসআই) হুমায়ন কবির বাংলানিউজকে জানান, শম্পা বাসার বাথরুমের গ্রিলের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। কিন্তু পুলিশ ওই বাসা থেকে শাহিত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে।
তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
এজেডএস/ওএইচ/